পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ মদন মিত্রের

author-image
Harmeet
New Update
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ মদন মিত্রের

​নিজস্ব সংবাদদাতাঃ আজ পেট্রোলের দাম প্রায় ১০০ ছুঁই ছুঁই।  ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে অভিনব প্রতিবাদ করলেন কামারহাটির তৃণমূল সাংসদ মদন মিত্র।



 ভবানীপুরে রিকশা টেনে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালেন তিনি। তাছাড়াও  রিকশওয়ালাদের দেওয়া হয়েছে নতুন পঞ্জাবি।  রিকশায় বসে রয়েছেন  রিকশাচালকরা । যাতে গরম না লাগে সেজন্য হাওয়া করা হচ্ছে। আর রিকশা চালাচ্ছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী। তিনি জানিয়েছেন, তাঁদের এই কর্মসূচীর পর রিকশা চালকের পা গঙ্গাজল দিয়ে ধুয়ে দেওয়া হবে। এভাবে অভিনব প্রতিবাদের পাশাপাশি স্থানীয় লোকজনকে পাঁচ কেজি সবজি এক টাকায় দেওয়া হবে বলে জানা যায়।







আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=5346 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=5349

For more details visit www.anmnews.in

Follow us at https://www.facebook.com/newsanm