নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মার্কিন স্পেস এজেন্সি NASA-র পারসিভরেন্স রোভর, মঙ্গল গ্রহে কার্বনিক অণু খুঁজে পেয়েছে। বৈজ্ঞানিকরা এই বিষয়ে তদন্ত করছেন যে এই গ্রহে প্রাণ আছে কি নেই। মঙ্গল গ্রহে কবে থেকে জল মজুত ছিল তা বুঝতে পারলে এই গ্রহে এলিয়েনের জীবনের অস্তিত্ব খুঁজতে সাহায্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র কার্বনিক পদার্থ খোঁজার মানে এটা নয় যে মঙ্গলে প্রাণ রয়েছে।