ঋতুস্রাবের সময় হওয়া এই সমস্যাগুলি একেবারেই এড়িয়ে যাবেন না

author-image
Harmeet
New Update
ঋতুস্রাবের সময় হওয়া এই সমস্যাগুলি একেবারেই এড়িয়ে যাবেন না

নিজস্ব সংবাদদাতাঃ পিরিয়ডের প্রথম দিন, অথবা প্রথম দুই দিন অনেক মহিলাদেরই ভারী ঋতুস্রাবে হয়। কিন্তু যদি আপনি দেখেন, চার-পাঁচদিন ধরেই ফ্লো অত্যন্ত বেশি তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।এমনকি যদি প্রথম দুদিনের ফ্লো এতটাই বেশি যে প্রতি ৩০ মিনিট অন্তর ন্যাপকিন বদলাতে হচ্ছে, আর এই একই সমস্যা যদি চতুর্থ ও পঞ্চম দিনে গিয়েও না কমে, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লাড ক্লট হওয়া স্বাভাবিক। কিন্তু এর পরিমাণ বেশি হলে চিকিৎসককে দেখিয়ে নিন।ঋতুস্রাব সাধারণত ২৫ থেকে ৩২ দিন অন্তর হয়। কিন্তু আপনার ক্ষেত্রে তা যদি ১৫ বা ২০ দিনের অন্তরে হয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।