১০০দিনের কাজ ঘিরে তৃণমূল ও বিজেপির হাতাহাতি

author-image
Harmeet
New Update
১০০দিনের কাজ ঘিরে তৃণমূল ও বিজেপির হাতাহাতি

দিগবিজয় মাহালী, ঘাটালঃ ১০০দিনের কাজে মাটিকাটাকে কেন্দ্র করে বচসা ঘাটালে,তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি।ঘটনায় এক তৃণমূল কর্মী ও এক বিজেপি কর্মী আহত। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজবনগর ১ গ্রাম পঞ্চায়েতের ঢেঁকির ঘাট এলাকায়। জানাযায় এদিন সকাল থেকেই ঢেঁকির ঘাট এলাকায় শিলাবতী নদীর পাড় লাগোয়া মাটি কেটে গ্রামের রাস্তার কাজ শুরু করেছিল একশো দিনের কাজের শ্রমিকরা। আর এই মাটি কাটাকে কেন্দ্র করে চরম বচসা,হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। এলাকার বিজেপি নেতা গৌতম খাঁড়ার অভিযোগ, শিলাবতী নদীর এই ঢেঁকির ঘাট এলাকায় বাঁক থাকার কারণে এখান থেকে কোন ভাবে মাটি কাটা যাবে না বেশ কিছুদিন আগেই সেচ দপ্তরের আধিকারিকরা জানিয়েছিলেন। কাটলে ক্ষতি হবে নদীর বাঁধের এমনটা ও জানানো হয়েছিল সেচ দপ্তরের পক্ষ থেকে। আর সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই তৃণমূলের বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া ১০০ দিনের কাজে কর্মীদের ওইখানে মাটি কাটতে লাগিয়ে দেয়। আর সেই ১০০ দিনের কাজে বাধা দেয় বিজেপি নেতা গৌতম খাঁড়া এতেই দেখা দেয় চরম উত্তেজনা। হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের বুথ সভাপতি ও বিজেপি কর্মীরা। গ্রামবাসীদের চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। ঘটনায় দুই রাজনৈতিক দলের কর্মী একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে ঘাটাল থানায় মৌখিক অভিযোগ জানালেও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তৃণমুলের বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া অবশ্য ঘটনায় যাবতীয় দায় চাপিয়েছেন বিজেপি নেতা গৌতম খাঁড়ার দিকেই। তিনি বলেন,কাজ চলাকালিন ওই বিজেপি নেতা কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। যদিও একশো দিনের কাজে আসা ব্যাক্তিরা ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও তারা জানিয়েছেন,কোন ভাবেই ওই জায়গা থেকে মাটি কাটা উচিত নয়। এর ফলে এদিনের মতো বন্ধ হয়ে যায়।