পাক সেনার হাতে ধ্বংস হওয়া কালি মন্দিরের উদ্বোধন করলেন রামনাথ কোভিন্দ

author-image
Harmeet
New Update
পাক সেনার হাতে ধ্বংস হওয়া কালি মন্দিরের উদ্বোধন করলেন রামনাথ কোভিন্দ

নিজস্ব সংবাদদাতাঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের ঢাকার কালী মন্দির ধ্বংস করেছিল পাকিস্তান সেনা বাহিনী। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পর সেই কালী মন্দিরের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওই কালী মন্দিরটিকে ভারত ও বাংলাদেশের সংস্কৃতির অন্যতম নিদর্শন হিসেবেই মনে করা হত। বাংলাদেশ সফরে রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  বাংলাদেশের রাষ্ট্রপতি এম আব্দুল হামিদের সমর্থনে প্রথমবারের জন্য বাংলাদেশে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মুক্তিযুদ্ধে জয় ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। দেশের ‘ফার্স্ট লেডি’ সবিতা কোবিন্দও এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে গিয়েছেন। সংস্কার হওয়া এই কালী মন্দিরে সস্ত্রীক পুজো দেন রাষ্ট্রপতি কোবিন্দ।