নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ২০ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণী ছবিতে ডেবিউ করে বলিউডের প্রথম সারির হিরোইন হিসেবে নিজেকে প্রমাণ করে হলিউডেও নিজের প্রভাব বিস্তার করে চলেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও তাঁর পরিচয় তিনি ‘নিক জোনাসের স্ত্রী’। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আচরণে ক্ষুব্ধ পিগি চপস। ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির একটি ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সেই ছবি সম্পর্কেই এক প্রতিবেদন বের হয় । গোটা সংবাদ জুড়ে সেখানে প্রিয়াঙ্কার নাম নেই। বরং তাঁর সম্পর্কে লেখা, “নিক জোনাসের স্ত্রী”। আর তাতেই অসন্তুষ্ট প্রিয়াঙ্কা স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “অবাক লাগছে, সর্বকালের অন্যতম আইকনিক ছবির অংশ হওয়ার পরেও আমার সম্পর্কে লেখা হচ্ছে ‘ওয়াইফ অব নিক জোনাস…”।