নিজস্ব সংবাদদাতাঃ লাদাখে চোখ রাঙাচ্ছে চিন। দেশের পশ্চিম সীমান্তে থাবা বসাতে তৈরি পাকিস্তান। এহেন পরিস্থিতিতে ভারতকে আরও রাফালে যুদ্ধবিমান দেওয়ার কথা ঘোষণা করল ফ্রান্স। শুক্রবার রাজধানী দিল্লিতে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করার বার্তা দেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে। তিনি বলেন, “বন্ধু হিসেবে ভারতের প্রয়োজন ও আবেদন মতো সামগ্রী জোগান দিতে আমরা তৈরি। আমরা জানি যে দ্রুত ভারতের হাতে একটি যুদ্ধবিমানবাহী রণতরী আসতে চলেছে। তাই সেখানে যুদ্ধবিমানের প্রয়োজন হবে। ভারত চাইলে আমরা আরও রাফালে বিমান জোগান দিতে তৈরি।” দ্রুত দ্বিতীয় এয়ারক্রাফ্ট ক্যারিয়ার পেতে চলেছে ভারতীয় নৌসেনা। ‘আইএনএস বিক্রান্ত’ নামের ওই রণতরীর জন্য অন্তত ৫৭টি যুদ্ধববিমানের প্রয়োজন রয়েছে। সেই কথাই এদিন তুলে ধরলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী।