চান্দ্রেয়ী রায় চৌধুরী, কানাডাঃ ফের তালিবানী বর্বরতা প্রকাশ্যে এল। ১০ বছর বয়সী এক আফগান মেয়ে, যে তার পরিবারের সাথে কানাডায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন, গত সপ্তাহে তালিবানরা তাকে গুলি করে হত্যা করে। একজন সমালোচক বলছেন, কানাডিয়ান সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের স্থানান্তরের জন্য অটোয়ার মন্থর প্রচেষ্টার জন্য আংশিকভাবে দায়ী। নাজিফার বাবা কান্দাহারে কানাডিয়ান সশস্ত্র বাহিনীর হয়ে কাজ করেছিলেন। অক্টোবরের মাঝামাঝি সময়ে কানাডার পাশাপাশি কাজ করা আফগানদের জন্য ফেডারেল সরকারের বিশেষ অভিবাসন কর্মসূচির অধীনে পরিবারটি ভিসার অনুমোদন পায়। যদিও তাঁরা আফগান প্রদেশে আটকে পড়েন। নাজিফার বাবা বলেছেন, 'তারা আফগান পাসপোর্ট পেতে লড়াই করছিল যাতে তারা তৃতীয় দেশে যেতে পারে'। পাকিস্তান হয়ে কানাডায় যাওয়ার কথা ছিল তাঁদের। ১০ ডিসেম্বর রাতে কান্দাহারের একটি বিয়ে থেকে পরিবারটি ফিরছিল, যখন গুলি চালনার ঘটনা ঘটে।