সব বুথে ক্যামেরা বসাতে গিয়ে নাজেহাল অবস্থা রাজ্য নির্বাচন কমিশনের

author-image
Harmeet
New Update
সব বুথে ক্যামেরা বসাতে গিয়ে নাজেহাল অবস্থা রাজ্য নির্বাচন কমিশনের

নিজস্ব সংবাদদাতা:  ১৯ ডিসেম্বর ভোট মানে মাঝে আর মাত্র একটা দিন। রাজ্য নির্বাচন কমিশন এখন সিসিক্যামেরা খুঁজতে ব্যস্ত। কলকাতার সব বুথে সিসিক্যামেরা বসাতে হবে বলে মঙ্গলবার পুরভোট সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরের দিনই রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয় সব বুথে বসবে সিসিটিভি। শুধু বুথ নয়, স্ট্রং রুম ও গণনা কেন্দ্রেও থাকবে সিসিটিভির নজরদারি। কিন্তু মুখের কথা কাজে করে দেখাতে গিয়েই কমিশনের ঘুম ছোটার অবস্থা। কারণ, কলকাতা পুরভোটের মোট বুথ ৫ হাজার ২০৭টি। প্রথমে ২৫ শতাংশ বুথে সিসিক্যামেরা বসানোর পরিকল্পনা ছিল বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আপাতত সে পরিকল্পনায় বদল আনা ছাড়া আর কোনও পথই খোলা নেই।পেশাদার সংস্থাকে দিয়ে সিসিক্যামেরা বসাতে হয়। সিসিক্যামেরায় ২৪x৭ বিদ্যুৎ পরিষেবার প্রয়োজন। সব বুথে ইনস্টলেশনের সুবিধা নাও থাকতে পারে। আপাতত নতুন করে বুথের নকশা তৈরি করতে হচ্ছে কমিশনকে। বুধবার কলকাতার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের নির্বাচন কমিশনার। এরপরই কমিশন আশাবাদী আদালতের নির্দেশ মেনে ভোটের আগের দিন সিসিক্যামেরা বসিয়ে ফেলা যাবে।