নিজস্ব সংবাদদাতা: বিভিন্ন মেসেজিং অ্যাপস আসার পর টেক্সট মেসেজের চল খুবই কমে গিয়েছে। এর ব্যবহার খুব কম লোকই করে থাকেন। কিন্তু এক সময় টেক্সট মেসেজের খুবই চল ছিল। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রথম টেক্সট মেসেজ কি ছিল? আজ থেকে ৩০ বছর আগে প্রথম টেক্সট মেসেজ পাঠানো হয়েছিল। এখন তাঁর নিলাম হচ্ছে। যিনি কিনতে চাইবেন, দর হাঁকতে পারেন। এই মেসেজ মাত্র ১৪ ক্যারেক্টারের।
১৯৯২-এর ডিসেম্বরে প্রথম টেক্সট মেসেজ পাঠানো হয়েছিল। এই মেসেজ কোম্পানিরই এক কর্মীর ভোডাফোন নম্বর থেকে পাঠানো হয়েছিল। এই টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন বার্কশায়ারের নিউবুরির ইঞ্জিনিয়ার নীল পাপওয়ার্থ। ওই টেক্সট মেসেজ তিনি পাঠিয়েছিলেন পাপওয়ার্থকে। তিনি ছিলেন তখন ২২ বছরের টেস্ট ইঞ্জিনিয়ার। ভোডাফোনের জন্য শর্ট মেসেজ সার্ভিসর জন্য কাজ করছিলেন পাপওয়ার্থ। ভোডাফোন ছিল তাঁর ক্লায়েন্ট। ১৯৯২-এর ৩ ডিসেম্বর পাপওয়ার্থ জার্ভিসের ওর্বিটেল ৯০১ হ্যান্ডসেটে বড়দিনের শুভেচ্ছা বার্তা ওই টেক্সট মেসেজের মাধ্যমে পাঠাতে সক্ষম হয়েছিলেন। আর এভাবেই এটাই হয়ে ওঠে বিশ্বের প্রথম টেক্সট মেসেজ। এই মেসেজ প্রায় ১ কোটি ৭১ লক্ষ টাকায় নিলাম করা হবে।