নিজস্ব সংবাদদাতাঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেক উন্নত দেশের আগেই করোনা টিকা প্রস্তুত করে ফেলেছিল ভারত, কিন্তু করোনা টিকার শংসাপত্র বা ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে সমস্যায় পড়েছিলেন অনেক বিদেশযাত্রী। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হল, বিশ্বের মোট ১১৩টি দেশ এখনও অবধি ভারতের করোনা টিকা সার্টিফিকেটকে গ্রহণ করেছে। বৃহস্পতিবার রাজ্য়সভায় কেন্দ্রের তরফে জানানো হয়, টিকা সার্টিফিকেট নিয়ে যে জট তৈরি হয়েছিল, তা সমাধান হয়ে গিয়েছে। বিশ্বের মোট ১১৩টি দেশ ভারতের করোনা টিকা সার্টিফিকেটকে গ্রহণযোগ্য বলে মান্যতা দিয়েছে। এদের মধ্যে বেশ কিছু দেশ পারস্পরিক বোঝাপোড়াতেও রাজি হয়েছে। বাকি দেশগুলি টিকাপ্রাপ্ত যাত্রীদের জন্য় নিজস্ব নিয়ম জারি করেছে।