নিজস্ব সংবাদদাতাঃ সাতসকালে বর্ধমান-হাওড়া লাইনের তালান্ডু স্টেশনে বিক্ষোভে যাত্রীরা। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকল রেল পরিষেবা। অবশেষে রেল পুলিশের আশ্বাসে আয়ত্তে আসে পরিস্থিতি। তবে শুধু তালান্ডু নয়, রেলের গাফিলতির অভিযোগ তুলে এদিন হুগলির একাধিক স্টেশনে দফায় দফায় বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা।ভোর ৫ টা বেজে ৪৫ মিনিটে বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বর্ধমান লোকালের। কিন্তু শুক্রবার আচমকাই বাতিল করে দেওয়া হয় ওই ট্রেন। তারপরের ট্রেনটি ছাড়ে প্রায় ২৫ মিনিট দেরিতে। ফলে নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে তালান্ডু স্টেশনে পৌঁছায় ট্রেনটি। বেলা ৮ টা বেজে ১৫ মিনিট নাগাদ তালান্ডু স্টেশনে ট্রেনটি পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।