আগামী সপ্তাহেই বাজারে আসতে পারে সূচবিহীন করোনা টিকা

author-image
Harmeet
New Update
আগামী সপ্তাহেই বাজারে আসতে পারে সূচবিহীন করোনা টিকা

নিজস্ব সংবাদদাতাঃ ট্রায়াল শেষ হয়েছে আগেই, অপেক্ষা কেবল কেন্দ্রের ছাড়পত্রের। তবে আর দেরী নয়, আগামী সপ্তাহ থেকেই ভারতের করোনা টিকার বাজারে আসতে চলেছে জ়াইডাস সংস্থার করোনা টিকা জ়াইকোভ-ডি। সূত্রের খবর, আগামী সপ্তাহেই জাতীয় টিকাকরণ কর্মসূচির অন্তর্ভূক্ত করা হতে পারে এই নতুন ভ্যাকসিনকে।জ়াইকোভ-ডি বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক এবং সূচবিহীন করোনা টিকা। ইতিমধ্যেই ১২ থেকে ১৮ বছর বয়সীদের উপর জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছে এই টিকা। তবে এখনও শিশুদের টিকাকরণ নিয়ে কোনও নীতি স্থির না করায়, আপাতত প্রাপ্তবয়স্কদের জন্যই এই টিকা ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। কোভ্যাক্সিন ছাড়া জ়াইকোভ-ডি একমাত্র টিকা, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আপাতত সাতটি রাজ্যে এই নতুন টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই রাজ্যগুলির পিছিয়ে পড়া জেলা, যেখানে টিকাকরণের হার কম, সেখানে এই টিকা দেওয়া হবে। এই সাতটি রাজ্য হল বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পঞ্জাব, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ।