নিজস্ব সংবাদদাতাঃ দেশে ডেল্টা প্লাসের সংক্রমণ হতেই শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনের উৎপাদন। ভারতে সেরাম ইন্সটিটিউট শুরু করে দিয়েছে কোভোভ্যাক্স-এর উৎপাদন।
সূত্রের খবর, আমেরিকায় এই টিকা ব্যবহারে ৯০ শতাংশ ফল পাওয়া গিয়েছে। এই ভ্যাকসিন ২১ দিনের ব্য়বধানে ২টি ডোজ নিলেই হয়। ফাইজার ও মর্ডানার সঙ্গে এই ভ্যাক্সিনের তুলনাও করা হয়েছে।