দিল্লি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
দেশের জন্য যা কিছু প্রয়োজন, তা করতে হবে, কি বললেন?
‘কাশ্মীর পাকিস্তানের বলেও তারা এই ঘটনার প্রতিবাদ করেনি’, মার্কিন প্রতিনিধির নজরেও ধরা পড়ল আসল বিষয়
'আজকের পর থেকে আপনাকে আর নেতা মানতে পারবো না', দিলীপকে কটাক্ষ তরুণজ্যোতি তিওয়ারির
BREAKING : দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ ! 'পার্টি এনডোর্স করে না' সাফ জানালেন সুকান্ত-শমীক
জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে এবার চরমতম বক্তব্য বিজেপি নেতার- জানুন একবার
অমিত শাহের কথা বলা হতেই বেরিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী- রাতের বড় খবর
BREAKING : পাক অধিকৃত কাশ্মীরে (POK) যাবতীয় বিমান চলাচল বাতিল ! ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান
সব অন্ধকার- আসাদুদ্দিন ওয়াইসি

মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে উন্নীতকরন এই স্কুলের

author-image
Harmeet
New Update
মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে উন্নীতকরন এই স্কুলের


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ CBSE বোর্ডের অনুমোদনে ঘাটালের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে উন্নীতকরণ হল। তার উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রেশমি কমল সহ প্রশাসনের একগুচ্ছ আধিকারিক। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দন্দিপুরের মারিচ্চায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশনের পক্ষ থেকে স্কুল উচ্চমাধ্যমিকে রুপান্তরিত হওয়ার উপলক্ষে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ডঃ রেশমি কমল,ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস,ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী, ব্লকের বিডিও সহ একাধিক প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়া এবং অবিভাবকরাও হাজির ছিলেন স্কুলের উচ্চমাধ্যমিক স্তরে উন্নীতকরণে। এই স্কুলের সেক্রেটারি তথা প্রতিষ্ঠাতা রফিক আলি খান জানান, 'CBSE দিল্লি বোর্ডের অনুমোদনে এতদিন এইস্কুল ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক পর্যন্ত ছিল কিন্তু তা CBSE বোর্ডের অনুমতিক্রমে উচ্চমাধ্যমিকে আপগ্রেডেশন হয়েছে। তারই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘাটাল মহকুমায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল প্রথম যারা CBSE র অনুমোদনে উচ্চমাধ্যমিকে রুপান্তরিত হল বলেই মত শিক্ষা মহলের।