নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ CBSE বোর্ডের অনুমোদনে ঘাটালের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে উন্নীতকরণ হল। তার উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রেশমি কমল সহ প্রশাসনের একগুচ্ছ আধিকারিক। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দন্দিপুরের মারিচ্চায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশনের পক্ষ থেকে স্কুল উচ্চমাধ্যমিকে রুপান্তরিত হওয়ার উপলক্ষে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ডঃ রেশমি কমল,ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস,ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী, ব্লকের বিডিও সহ একাধিক প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়া এবং অবিভাবকরাও হাজির ছিলেন স্কুলের উচ্চমাধ্যমিক স্তরে উন্নীতকরণে। এই স্কুলের সেক্রেটারি তথা প্রতিষ্ঠাতা রফিক আলি খান জানান, 'CBSE দিল্লি বোর্ডের অনুমোদনে এতদিন এইস্কুল ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক পর্যন্ত ছিল কিন্তু তা CBSE বোর্ডের অনুমতিক্রমে উচ্চমাধ্যমিকে আপগ্রেডেশন হয়েছে। তারই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘাটাল মহকুমায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল প্রথম যারা CBSE র অনুমোদনে উচ্চমাধ্যমিকে রুপান্তরিত হল বলেই মত শিক্ষা মহলের।