সেনার বিরুদ্ধে ক্ষোভের আগুনে তপ্ত নাগাল্যান্ড

author-image
Harmeet
New Update
সেনার বিরুদ্ধে ক্ষোভের আগুনে তপ্ত নাগাল্যান্ড

নিজস্ব সংবাদদাতাঃ নাগাল্যান্ডে পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে। সশস্ত্র সেনা বাহিনীর বিরুদ্ধে রাগ ও বিক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে। নাগাল্যান্ডের মন জেলায় সশস্ত্র বাহিনীর গুলিতে ১৪ জন নিরীহ গ্রামবাসীর মৃত্যুর পর থেকেই বিক্ষোভের আঁচে তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য। রাজ্যের বিভিন্ন জায়গায় ১৪ জনের মৃত্যুর বিচার চেয়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। সেনা অভিযানে গ্রামবাসীদের মৃত্যু হওয়ায় মন জেলায় ভোর থেকে সন্ধ্যে অবধি বনধের ডাক দেওয়া হয়েছে। এই বনধের ফলে সেখানকার সরকারি অফিস, দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিবহন ব্যবস্থাতেও এই বনধের প্রভাব দেখা গিয়েছে। জানা গিয়েছে, কোন্যাক নাগা উপজাতির যাঁরা সেনা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন, সেই জনজাতির তরফে মন জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। এছাড়ারও পূর্ব নাগাল্যান্ডের পাঁচটি জেলায় ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস্ অর্গানাইজেশনের নেতৃত্বে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন অসংখ্য মানুষ। কোন্যাক নাগা উপজাতি ও ইএনপিও দুই সংগঠনই, মৃতদের বিচার ও তাদের দাবি পূরণ না হওয়া অবধি সেনা বাহিনীর সঙ্গে পূর্ণ অসহযোগিতার ডাক দিয়েছেন।