নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেম স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ। একই সঙ্গে প্রধান কোচ মার্ক বাউচার ও প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের বিরুদ্ধেও বর্ণবিদ্বেষের অভিযোগ করা হয়েছে। সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন-বিল্ডিং কমিশনের তরফ থেকে স্মিথদের বিরুদ্ধে ২৩৫ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যেখানে দঃ আফ্রিকার কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের সঙ্গে খারাপ আচরণের কথা উল্লেখ করা হয়েছে। কৃষ্ণাঙ্গ বনাম শ্বেতাঙ্গ ইস্যুতে এর আগে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিল দঃ আফ্রিকা। সাম্প্রতিক কালে আবারও সেই ইস্যু মাথাচাড়া দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কুইন্টন ডি’কক ব্ল্যাক লাইফস ম্যাটারে অংশ না নেওয়ায় তাঁকে নির্বাসিত করে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। ক্ষমা চেয়ে পড়ে ফের মাঠে ফিরে আসেন ডি’কক।