নিজস্ব সংবাদদাতাঃ এবার ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে দেহরাদুনে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, '১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তান ১৩ দিনের মধ্যে মাথা নত করে। সাধারণত, একটি যুদ্ধ ৬ মাস, ১-২ বছর ধরে চলে। আফগানিস্তানকে পরাজিত করতে আমেরিকা ২০ বছর সময় নিয়েছিল কিন্তু ভারত পাকিস্তানকে ১৩ দিনের মধ্যে পরাজিত করেছিল কারণ ভারত ঐক্যবদ্ধ ছিল এবং একজোট হয়ে দাঁড়িয়ে ছিল।' উল্লেখ্য, ১৯৭১ সালে আজকের দিনেই পাকিস্তানকে হারায় ভারত। পাকিস্তান ভেঙ্গে গঠিত হয় বাংলাদেশ। আজ এই যুদ্ধের ৫০ বছর পূর্ণ হল। বৃহস্পতিবার দেশজুড়ে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে। দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে হাজির হন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিন ভারতের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশেও।