নিজস্ব সংবাদদাতা : অনেকটাই নামল শহরের বাতাসের গুণমান সূচক। বুধবার উত্তর কলকাতার কিছু জায়গায় বাতাসের একিউআই ৩০০ ছাড়িয়ে গেল। যা এক কথায় ক্ষতিকর। এদিন ফোর্ট উইলিয়াম সংলগ্ন এলাকায় একিউআিই ছিল ২৮১। দুপুর ২ টোয় বালিগঞ্জে একিউআই ছিল ২৭৬। বাতাসের একিউআই ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তবেই সে বাতাসকে স্বাস্থ্যের পক্ষে অনুকূল বলা যায়। এদিক থেকে কলকাতার বাতাস বিষাক্ত। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শহরের বাতাসকে অত্যন্ত ক্ষতিকর বলে চিহ্নিত করেছে।