নিজস্ব সংবাদদাতা : পুরভোটের মুখে আরও একবার বিজেপির প্রয়াত কাউন্সিলর তিস্তা বিশ্বাস ও তাঁর স্বামী গৌরব বিশ্বাসের পাশে থাকার বার্তা দিয়ে, দলের বিরুদ্ধে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রূপা গঙ্গোপাধ্যায়। পোস্টে তিনি লেখেন, তিনি দলের নগণ্য কর্মী। তাঁর হোর্ডিং লাগানোর ক্ষমতা নেই। থাকলে তিস্তা ও গৌরবের ছবি দিয়ে পাশে থাকার বার্তা দিতেন তিনি। তবে হোর্ডিং না টানালেও যে রূপা ৮৬ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের পাশে রয়েছেন তা অজানা নয়। এর আগে গৌরবের বিজেপির তরফে টিকিট না মেলার কারণে সরব হয়েছিলেন রূপা। ভার্চুয়াল মিটিংয়ের মাঝপথেই উঠে গিয়েছিলেন। এবার দলের বিরুদ্ধে গিয়েই ফের তিস্তা গৌরবের পাশে থাকার বার্তা দিলেন। এর জন্য দল তাঁকে তাড়াতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন ফেসবুক পোস্টে। পুরভোটের প্রচারকের তালিকায় এমনিতেই নাম নেই রূপার। দল তাঁকে তাড়ায় না তিনি নিজেই বিজেপি ছাড়েন সেটাই এখন দেখার।