নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণী রাজ্যগুলিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। কেরল, অন্ধ্র প্রদেশের পর এবার তামিলনাড়ুতেও ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। জানা গিয়েছে, ৪৭ বছরের ওই ব্যক্তি সম্প্রতিই নাইজেরিয়া থেকে দোহা হয়ে চেন্নাইতে এসেছিলেন। বুধবার রাতেই তাঁর নমুনায় ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ টিকাপ্রাপ্ত এবং বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলেই জানান তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যম। ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তির পরিবারের সাতজন সদস্য ও একজন সহযাত্রীও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।