নিজস্ব সংবাদদাতা : মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর প্রস্তাবে অনুমোদন মিলেছে মন্ত্রীসভার। এতদিন পুরুষদের ক্ষেত্রে বিয়ের বয়স ছিল কমপক্ষে ২১ বছর। আর মেয়েদের ক্ষেত্রে ছিল ১৮ বছর। পুরুষদের বিয়ের বয়সে কোনো পরিবর্তন না হলেও ৩ বছর বাড়তে চলেছে মেয়েদের বিয়ের বয়স। গতবছর স্বাধীনতা দিবসে বক্তব্য রাখার সময় মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রস্তাবেই সিলমোহর পড়ল কেন্দ্রীয় মন্ত্রীসভার। বাল্য বিবাহ প্রতিরোধ আইন, বিশেষ বিবাহ আইন ও হিন্দু বিবাহ আইনে পরিবর্তনের বিষয়টি নিয়ে এমনিতেই চিন্তা ভাবনা করছিল সরকার। এবার তা কার্যকর হওয়ার অপেক্ষায়।