এবার কি স্কুলের মুখ দেখবে রাজধানীর পড়ুয়ারা?

author-image
Harmeet
New Update
এবার কি স্কুলের মুখ দেখবে রাজধানীর পড়ুয়ারা?

নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলির পর থেকেই দূষণের জেরে গৃহবন্দি স্কুল পড়ুয়ারা। মাস পার হয়ে গেলেও দিল্লিতে বায়ুদূষণের সূচক খারাপ থেকে অতি খারাপ পর্যায়ের মধ্য়েই ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের জন্য ফের স্কুলের দরজা খুলে দেওয়া হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবারের মধ্যে, এমনটাই জানাল দূষণ নিয়ন্ত্রক প্যানেল। 
শীতকালে এমনিতেই দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধি পায়, কিন্তু এ বছর নিষেধাজ্ঞা সত্ত্বেও দীপাবলির সময়ে বাজি পোড়ানো ও ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোয়, বায়ুদূষণের মাত্রা চরমে ওঠে। দূষণ নিয়ন্ত্রণেই দিল্লি সরকারের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, স্কুল বন্ধ রাখা হয়। নিষেধাজ্ঞা জারি করা হয় ট্রাক প্রবেশ, নির্মাণকার্য সহ একাধিক ক্ষেত্রে। তবে গত সপ্তাহ থেকেই বাতাসে দূষণের মাত্রা কিছুটা হ্রাস পাওয়ায় বিদ্যুৎ উৎপাদক প্ল্যান্টগুলি পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়। এবার একই পথে স্কুল খোলা ও নির্মাণ কার্য চালু করার কথা ভাবছে দিল্লি সরকার। আজ সুপ্রিম কোর্টে দিল্লির বায়ুদূষণ নিয়ে পরবর্তী শুনানি রয়েছে।