হাবিবুর রহমান,ঢাকা: মহান বিজয় দিবসের প্রথম প্রহরে আতশবাজি ফোটানোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘড়ির কাঁটায় ১২টা ১ মিনিট আসতেই আতশবাজির গুচ্ছ আলো আর শব্দে উদ্ভাসিত হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা।
প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে আতশবাজি ফুটিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আসে বিশ্ববিদ্যালয় চত্বরে।
বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে উপাচার্য ভবনসহ প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন, অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জমায়েত এবং পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাত্রা।