আজ বিজয়ের ৫০ বছর

author-image
Harmeet
New Update
আজ বিজয়ের ৫০ বছর

হাবিবুর রহমান, ঢাকা: বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে লাল সবুজে সেজেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। স্বাধীনতাকামী বাঙালি জাতি চুড়ান্তভাবে স্বাধীনতা অর্জন করেছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এক সাগর রক্ত, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে জন্ম নেওয়া বাংলাদেশ ৫০ বছরে পদার্পণ করেছে। বিজয়ের ৫০ বছর বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা। লাল সবুজের মিশেলে জড়িয়ে আছে পুরো ঢাকা শহর। বিজয়ের কারিগর শহীদদের শ্রদ্ধায় নত বাংলাদেশের পুরো জাতি।
বিজয় দিবসকে স্মরণ করে রাখতে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপন, অফিস-আদালত, বাসা-বাড়ি, বিভিন্ন সড়ক, সড়কদ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে নানা রঙের বাতি। পতাকার আদলে করা হয়েছে বিভিন্ন ভবনে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। বাতির কারসাজিতে ফুটে উঠেছে লাল সবুজের জাতীয় পতাকা।
এছাড়া ঢাকার বিভিন্ন ভিআইপি সড়কে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে আলো দিয়ে তৈরি করা হয়েছে প্রিয় লাল-সবুজ পতাকা। ভিআইপি সড়কের পাশাপাশি গলি গুলোও শোভা পাচ্ছে ঝলমলে আলোকসজ্জায়। এমন আলোকিত ঢাকা দেখে মুগ্ধ ঢাকাবাসী। কেউ কেউ ঘুরে দেখছেন আবার কেউ কেউ সুন্দর এ দৃশ্য মোবাইল বন্দি করছেন। বিজয়ের ৫০ বছরে সুখী আর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা সাধারণ মানুষের কণ্ঠে।
বিজয়ের সুবর্ণজয়ন্তীর সামনের দিনগুলোতে অসাম্প্রদায়িক সুখ আর সমৃদ্ধ হোক প্রিয় বাংলাদেশ। এমনটাই আশা করছেন বাংলাদেশের সাধারণ মানুষ।