নিজস্ব সংবাদদাতাঃ আবারও ভয়াবহ দুর্ঘটনা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। ভয়াবহ অগ্নিকাণ্ড হংকংয়ের বিশ্ব বাণিজ্য সংস্থার ভবনে। সূত্রে খবর, বিল্ডিংয়ের ৩৮ তলায় ভয়াবহ আগুন লেগেছে। এই মুহূর্তে ওই বহুতলে আটক তিনশোরও বেশি মানুষ। আগুন আতঙ্ক ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। জ্বলন্ত বহুতল থেকে এখনও পর্যন্ত ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। এমারজেন্সি ল্যাডার ব্যবহার করে জ্বলন্ত বহুতলে আটকে পড়া মানুষদের বার করে আনছে দমকল কর্মীরা। সুউচ্চ বহুতলের উঁচু তলায় মইয়ের মাধ্যমে পৌঁছনো সম্ভব হচ্ছে না। জানা গিয়েছে, বহুতলটির পাঁচ তলা পর্যন্ত আটকে পড়া মানুষদের উদ্ধার করেছে দমকল। আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে বহু মানুষ উঠে গিয়েছেন ছাদে। সেখান থেকে তাদের আনতে এয়ার লিফটের কথাও ভাবা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।