হরি ঘোষ, দুর্গাপুরঃ ফরিদপুর ব্লকের উদ্যোগে শারীরিকভাবে অক্ষম ও বয়স্কদের জন্য দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি । বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের উদ্যোগে ব্লকের গৌর বাজার অঞ্চলে শারীরিকভাবে অক্ষম ও বয়স্কদের জন্য দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি গৃহীত হলো । এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রত্যেকটি মানুষকে ভ্যাকসিনেশন করা। যাতে ভবিষ্যতে কোরোনা মহামারি থেকে মানুষ রক্ষা পেতে পারে । এমনটাই জানালেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সৃজিত মুখার্জি । সৃজিতবাবু জানান এখনো গ্রামাঞ্চলে বহু মানুষ আছে যারা ভ্যাকসিন নেননি বা অনেক বয়স্ক মহিলা ও পুরুষ আছেন যারা ভ্যাকসিন নেবার জন্য স্বাস্থ্যকেন্দ্র পৌঁছাতে পারেননি । তাঁদের কথা মাথায় রেখেই এই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি । একেবারে বাড়ি বাড়ি গিয়ে ওই মানুষগুলোকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল । এই ধরনের কর্মসূচি আগামী দিনে দিনেও বহাল থাকবে বলে জানান সৃজিতবাবু । এই কর্মসূচিতে ব্লক সভাপতি সৃজিত মুখার্জির সঙ্গে ছিলেন লাউদোহার ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক রায়, লাউদোহার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজিৎ দত্ত প্রমুখ । বুধবার গৌরবাজার অঞ্চলে প্রায় ৩০ জনকে ভ্যাকসিন দেওয়া হলো তাঁদের মধ্যে বেশ কয়েকজন শারীরিকভাবে অক্ষম । একেবারে ঘরের দুয়ারে ভ্যাকসিন পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ ।