নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর উপর এমনিতেই চাপ তৈরি করে রেখেছে বিরোধীরা। বার বার তাঁকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ছেলে আশিস মিশ্রকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। বুধবার লখিমপুরে একটি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র। সেই সময় তাঁকে আশিস মিশ্রর জেলে থাকা প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। আর তাতেই চটে গেলেন অজয় মিশ্র। কেড়ে নিলেন সাংবাদিকের বুম। মন্ত্রী ওই সাংবাদিককে কটুক্তি করেছেন বলেও অভিযোগ।