নিজস্ব সংবাদদাতাঃ কৃষি আইন, সাংসদদের সাসপেনশনের পর এবার লখিমপুর খেরি ইস্যুতে উত্তপ্ত সংসদ। উত্তরপ্রদেশ সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল বা সিটের তদন্ত রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এখনই বরখাস্ত করা হোক। এই দাবিতে সংসদে হট্টগোল পাকালেন বিরোধীরা। দফায় দফায় স্থগিত করতে হল সংসদের দুই কক্ষের অধিবেশন। কংগ্রেস সাংসদের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র ইতিমধ্যেই এই ঘটনার জেরে গ্রেপ্তার হয়েছেন। তাই সরকারের উচিত এখনই অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করা এবং মৃত কৃষকদের পরিবারগুলিকে সুবিচার পাইয়ে দেওয়া। রাহুলের এই মুলতুবি প্রস্তাব সরকার গ্রহণ না করায় সংসদের দুই কক্ষেই হট্টগোল শুরু করে বিরোধীরা। দফায় দফায় মুলতুবি করে দিতে হয় সংসদের অধিবেশন।