পুলিশকর্তার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

author-image
Harmeet
New Update
পুলিশকর্তার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ এবার পুলিশ পরিদর্শকের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে টাকা দাবি করার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে

 পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে। খড়গপুর থানার ইনচার্জ বিশ্বরঞ্জন ব্যানার্জির ছবির দিয়ে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে হ্যাকারদের বিরুদ্ধে। বন্ধুর অসুস্থতার কথা জানিয়ে হ্যাকাররা গুগল পে বা ফোন পে-তে সাড়ে আট হাজার টাকা দাবি করে। যদিও সেই টাকা দেওয়া হয়নি বলে খবর। খড়গপুর টাউন থানার ইনচার্জ বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় তাঁর নাম এবং ছবির ফেসবুক আইডি দিয়ে কোনও ধরণের লেনদেন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় জানান যে তাকে মানহানি করার উদ্দেশ্যে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে, আইটি সেলের কাছে অভিযোগ করা হয়েছে। সাধারণ মানুষ বলছেন, 'সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তাকর্মীরা নিরাপদ না থাকলে কীভাবে আমরা নিরাপদ থাকতে পারি? পশ্চিম মেদিনীপুর জেলার সাইবার সেল বিভাগকে এই বিষয়ে কড়া নজর রাখতে হবে যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ কোনো ধরনের ঝামেলায় না পড়ে।