নিজস্ব সংবাদদাতাঃ পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছিল। শেষ পর্যন্ত কর কমিয়ে দাম অনেকটাই কমিয়েছে কেন্দ্র। গত তিন বছরে এই জ্বালানি তেলের কর থেকে কত টাকা আয় হল, তারই হিসেব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি জানিয়েছেন, গত তিন আর্থিক বছর মিলিয়ে পেট্রোল ও ডিজেলের কর থেকে কেন্দ্রীয় সরকারের মোট ৮.০২ লক্ষ কোটি টাকা আয় হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ২০২০-২১ অর্থবর্ষে আয় হয়েছে ৩.৭১ লক্ষ কোটি টাকা। মঙ্গলবার লোকসভায় এই হিসেব পেশ করেছেন তিনি। অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবর্ষে পেট্রোল ও ডিজেল থেকে শুল্ক বাবদ সরকারের হাতে এসেছে ২ লক্ষ ১০ হাজার ২৮২ কোটি টাকা, ২০১৯-২০ -তে শুল্ক বাবদ এসেছে ২ লক্ষ ১৯ হাজার ৭৫০ কোটি টাকা ও ২০২০-২১ অর্থবর্ষে ৩ লক্ষ ৭১ হাজার ৯০৮ কোটি টাকা মিলেছে।