বিক্ষোভে সামিল আশাকর্মীরা

author-image
Harmeet
New Update
বিক্ষোভে সামিল আশাকর্মীরা

নিজস্ব সংবাদদাতাঃ আশা কর্মীদের বিক্ষোভ আজকে নতুন নয়। প্রাপ্য মজুরির দাবিতে বারেবারে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। কখনও সফল হয়েছে কখনও বা হয়নি তাঁদের আন্দোলন। আজ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বসিরহাট মহকুমার প্রায় তিন হাজার পাঁচশ আশা কর্মী বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। বসিরহাট ইটিন্ডা রোডের বোটঘাট সংলগ্ন বসিরহাট ইছামতি ব্রিজের উপর এই কর্মসূচি হয়। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মিছিল শুরু করেন তাঁরা। ব্রিজের উপর চলতে থাকে বিক্ষোভ। সঙ্গে চলে অবরোধ। এক আশাকর্মী বলেন, “ ৯ মাস পর্যন্ত বাকি পড়ে রয়েছে তাঁদের ইনসেনটিভ। এই বসিরহাট সাবডিভিসন উত্তর ২৪ পরগনার সমস্ত আশাকর্মীদের বেতন সাত-আট-নয় মাস করে বাকি। তার সঙ্গে সুচতুর ভাবে আশাকর্মীদের বেতনকে আট ভাগে ভাগ করে তাঁদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। অথচ তার জন্য আগাম কোনও নোটিশ বা অর্ডার দেওয়া হয়নি। ”