নিজস্ব সংবাদদাতাঃ মাদক মামলায় জামিন পাওয়ার পর থেকেই শর্ত অনুযায়ী প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হচ্ছিল আরিয়ান খানকে। সম্প্রতি গত সপ্তাহেই আরিয়ান খানের আইনজীবীরা বম্বে হাইকোর্টে আবেদন করেন যাতে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেওয়া থেকে রেহাই দেওয়া হয় তাঁদের মক্কেলকে। আবেদনে জানানো হয়, ইতিমধ্যেই আরিয়ান খানের মামলা মুম্বই থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে। যাবতীয় তদন্তের কাজ সেখান থেকেই হচ্ছে। তাই মুম্বই অফিসে প্রতি শুক্রবার হাজিরার শর্ত যাতে শিথিল করা হয়, সেই আবেদনই রাখা হয়েছে আরিয়ানের আইনজীবীদের পক্ষ থেকে। অবশেষে আরিয়ান খানকে বড় স্বস্তি দিল বম্বে হাইকোর্ট। জানা গিয়েছে, প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজিরা দেওয়া থেকে নিষ্কৃতি দিয়েছে বম্বে হাইকোর্ট। বিচারপতি নীতিন সাম্ব্রের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের প্রয়োজনেই শুধুমাত্র ডেকে পাঠানো যাবে শাহরুখ-পুত্রকে। ডেকে পাঠানোর অন্তত ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে।