ক্যাপ্টেন বরুণ সিং-এর মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

author-image
Harmeet
New Update
ক্যাপ্টেন বরুণ সিং-এর মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর




নিজস্ব সংবাদদাতাঃ
ক্যাপ্টেন বরুণ সিং-এর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কুন্নুরে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় ১৪ জনেরই মৃত্যু হল। প্রয়াত হলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। ভারতীয় বায়ুসেনার তরফ থেকে টুইট করে এই খবরটি জানানো হয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, 'গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং গর্ব, বীরত্ব এবং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে জাতির সেবা করেছিলেন। তাঁর প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত। জাতির প্রতি তাঁর সমৃদ্ধ সেবা কখনই ভোলা যাবে না। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি। অন্যদিকে রাষ্ট্রপতি লেখেন, 'চপার দুর্ঘটনায় নিহত হলেও, তিনি সৈনিক মনোভাব এবং অদম্য সাহস প্রদর্শন করেছিলেন। জাতি তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।'