ফের ডুয়ার্সে চিতাবাঘের দেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
ফের ডুয়ার্সে চিতাবাঘের দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ মুখের সামনের অংশ খুবলে গিয়েছে। চাপ চাপ রক্ত পড়ে মাটিতে। দেখে মনে হচ্ছে, ধারালো কোনও অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ফের এক চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি বন বিভাগের অন্তর্গত দলগাঁও রেঞ্জের বীরপাড়াতে। মাদারিহাট-বীরপাড়া ব্লকের গেরগেন্ডা প্রাইমারি স্কুলের সামনে ওই চিতাবাঘের দেহটি পড়েছিল। সকালে স্থানীয় বাসিন্দারা কাজে যাওয়ার সময়ে রক্তাক্ত অবস্থায় স্কুলের সামনে ওই চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা খবর দেন বনদফতরে। বনকর্মীরা গিয়ে চিতাবাঘের দেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতে গাড়ির সামনে কোনওভাবে চলে এসেছিল চিতাবাঘটি। চালক হয়তো গাড়ি না থামিয়ে চালিয়ে দেন। তাতেই ধাক্কা লেগে মৃত্যু। মুখের সামনের অংশ থেঁতলে গিয়েছে কার্যত। তবে বনকর্মীরা জানাচ্ছেন, কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তার তদন্ত শুরু করেছে বনদফতর। দেহটি ময়না তদন্ত করা হবে। এরপরই তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বনদফতর জানিয়েছে।