নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ দুর্ঘটনা হাইতিতে। ট্যাঙ্কার বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশের অন্তত ৪০টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ক্যারিবিয়ান দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ক্যাপ হাইতিয়ানে ঘটেছে এই ভয়ংকর দুর্ঘটনা। ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর জানিয়েছেন ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ খোঁজার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃতদের দেহ এমন ভাবে পুড়ে গিয়েছে যে শনাক্তকরণ কঠিন হয়ে যাচ্ছে। সেদেশের প্রধানমন্ত্রী অ্যারিযেল হেনরি ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। আগামী ৩ দিন দেশে শোকপালন চলবে বলে জানিয়েছে প্রশাসন।