নিজস্ব সংবাদদাতাঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের খোঁজ মিলতেই করোনা টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই ফাইজ়ার সংস্থার তরফে তাদের টিকা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর বলে দাবি করা হয়েছে। তবে ল্যাবরেটরির পরীক্ষায় ব্যর্থ হল জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা। জানা গিয়েছে, ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে পর্যাপ্ত সংখ্যক অ্যান্টিবডি তৈরি করতে পারছে না এই টিকা।