নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্র প্রদেশের পর এবার প্রতিবেশী রাজ্য তেলঙ্গনাতেও খোঁজ মিলল ওমিক্রন আক্রান্তের। এদের মধ্যে দুইজনই বিদেশী। ২৪ বছর বয়সী কেনিয়ার এক তরুণীর জিনোম সিকোয়েন্সিংয়ে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মেলে। অপরজন সোমালিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই দুটি দেশই ঝুঁকিপূর্ণ দেশের অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে, তৃতীয় যে ব্যক্তির শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে, তাঁর পশ্চিমবঙ্গে ভ্রমণের ইতিহাস রয়েছে বলে জানা গিয়েছে।