হরি ঘোষ, দুর্গাপুর : মঙ্গলবার রাত্রি সাড়ে আটটা নাগাদ প্রতিদিনকার মতো কাজ সেরে ঘরে ফিরছিল বছর ৪৫এর নিরঞ্জন সিং। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অধীন ডিভিসি মোড়ের দুই নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেল নিয়ে ঘরে ফেরার পথে চার চাকা একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী নিরঞ্জন সিংকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর উত্তেজিত জনতা ডিভিসি মোড় সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয়। প্রায় ঘন্টা খানেক চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশের উচ্চপদস্থ কর্তারা, ছুটে আসেন এসিপি দুর্গাপুর জোন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। দিন কয়েকের মধ্যে সমস্যা ও ক্ষতিপূরণ মেটানোর আশ্বাস মেলার পর ওঠে অবরোধ। স্থানীয়দের অভিযোগ ডিভিসি মোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়ক, বারবার বলার পরও কোনোরকম সমস্যার সমাধান হয়নি, অবিলম্বে ফ্লাই ওভার না হলে দিন কয়েককের মধ্যে ফের আন্দোলনে নামার হুশিয়ারী দিলেন আন্দোলনকারীরা। গোটা ঘটনায় ডিভিসি মোর থেকে দুর্গাপুর স্টেশন রোড অবরুদ্ধ হয়ে পড়ে, পড়ে পুলিশ স্থানীয়দের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।