যোগব্যায়াম করে ন্যাশনাল রেকর্ড গড়লেন অভিনন্দন

author-image
Harmeet
New Update
যোগব্যায়াম করে ন্যাশনাল রেকর্ড গড়লেন অভিনন্দন

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ গ্রেট ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের জুনিয়ার বিভাগে নাম তুলল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাই পৌরসভার অভিনন্দন। গ্রেট ইন্ডিয়ান বুক রেকর্ড ভারতবর্ষের ইউনিক স্কীল গুলিকে তুলে ধরে। মাত্র ১৭ বছর বয়সে একাদশ শ্রেণীর ছাত্র ক্ষীরপাই এর অভিনন্দন যোগব্যায়ামের 'গোখিলা' আসনটি সর্বোচ্চ সময় ধরে রেখে জুনিয়র গ্রুপে ভারতবর্ষের মধ্যে রেকর্ড করে নজির সৃষ্টি করল। বেশ কিছুদিন আগে অনলাইনে নিজেই নাম নথিভূক্ত করে গ্রেট ইন্ডিয়ান বুক রের্কডসে,দিন কয়েক আগেই তাঁর সার্টিফিকেট ও পুরষ্কার এসেছে। জানা যায়,অভিনন্দন ছোট থেকেই বাবার কাছে যোগব্যায়াম অভ্যাস করে। তিন বছর বয়স থেকেই অভিনন্দন যোগাসন অভ্যাস করে।অভিনন্দনের বাবা সঞ্জিত ঘোষ বলেন যোগব্যায়াম ভারতবর্ষের প্রাচীন পরম্পরা। ভারতবর্ষ আগে ঋষি মুনির দেশ ছিল।প্রাচীনকাল থেকে আমাদের দেশের সাধু-সন্তরা যোগের মাধ্যমে দেড়শ দুশো বছর বেঁচে থাকতেন। বর্তমানে সারা পৃথিবী জুড়ে এই যোগ নিয়ে নতুন দিশা পাচ্ছে।আমাদের দেশের যোগব্যায়ামকে ভাঙ্গিয়ে সারা বিশ্ব করে খাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে যোগ নিয়ে অনেক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। দুর্ভাগ্য আমাদের দেশে সেই ভাবে যোগের চর্চা নেই। অভিনন্দন অবশ্য জানিয়েছে তিনি বড় হয়ে বাবার মত যোগব্যায়ামের শিক্ষক হতে চান।