নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েক ঘণ্টা ধরে বন্ধ শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল। যান্ত্রিক গোলোযোগের কারণেই থেমে গিয়েছে ওই ট্রেন। মঙ্গলবার এই ঘটনার জেরে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। সেই লাইনে ট্রেন চলাচল থমকে যাওয়ায় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। ট্রেন লাইন বন্ধ থাকার জন্য চাপ বেড়েছে রাস্তায়। শিয়ালদহ-বজবজ শাখার আকরা এবং সন্তোষপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় একটি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। শিয়ালদার সঙ্গে বজবজ এলাকার যোগাযোগ স্থাপন হয় এই লাইনের মাধ্যমে। বিকেল ৪ টে থেকে রাত পর্যন্ত এই শাখায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিয়ালদহ থেকে মাঝেরহাটের দিকে ট্রেন এলেও সেই ট্রেন পরবর্তী সময়ে আবার শিয়ালদহে পাঠিয়ে দেওয়া হয়।এ দিনের ঘটনায় তাই অসুবিধায় পড়েন অফিস ফেরৎ যাত্রীরা।