নিজস্ব সংবাদদাতাঃ যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ সহযাত্রীদের বিরুদ্ধে। ট্রেন থেকে পড়ে চাকার নীচে দু’টুকরো হয়ে যায় যুবকের দেহ। তাতেই উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে রেল অবরোধ করেন স্থানীয়রা। যার ফলে বেশ কিছুক্ষণ থমকে যায় লালগোলা শাখায় ট্রেনচলাচল। নিজামুদ্দিনের সহযাত্রীরা জানিয়েছেন, ট্রেনে এক মহিলাকে কাঁদতে দেখেন যুবক। জানতে পারেন, মহিলার সবজি চুরি করে নিয়েছে ট্রেনেরই কয়েকজন যাত্রী। তাদের মহিলার সবজি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন নিজামুদ্দিন। এই নিয়ে বচসা বাঁধে। বিবাদ চরমে উঠলে দেবগ্রামের কাছে নিজামুদ্দিনকে অভিযুক্তরা চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। ট্রেন থেকে পড়ে ট্রেনের চাকার তলায় চলে যান নিজামুদ্দিন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সোমবার রাতের এই ঘটনায় মঙ্গলবার অবরোধ শুরু করেন বেলডাঙার বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে দীর্ঘক্ষণ রেল অবরোধ করে রাখেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক। তাঁর আশ্বাসে অবশেষে অবরোধ ওঠে।