জেলাশাসক দপ্তর ঘিরে বিক্ষোভ ডেপুটেশন টোটো ও মোটর ভ্যান চালকদের

author-image
Harmeet
New Update
জেলাশাসক দপ্তর ঘিরে বিক্ষোভ ডেপুটেশন টোটো ও মোটর ভ্যান চালকদের

দিগবিজয় মাহালী,পূর্ব মেদিনীপুরঃ রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে টোটো ও মোটর ভ্যান চালকদের পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে বারবার।পুলিশি হেনস্থার অভিযোগ তুলে সারা বাংলা টোটো মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে আজ দুপুরে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হাজারেরও বেশি টোটো ও মোটর ভ্যান চালক। ফলে জেলা শাসকের দপ্তরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী , কমব্যাট । রাজ্য এবং জাতীয় সড়কে টোটো ও মোটর ভ্যান চালানোর পারমিশন , পুলিশি হেনস্থা বন্ধ করা, স্থানীয় ব্লক প্রশাসনিক দপ্তর থেকে টেম্পোরারি ইনডেক্স লাইসেন্স প্রদান , চালকদের বিমা প্রদান করা সহ একাধিক দাবিতে জেলাশাসকের কাছে তাঁরা একটি ডেপুটেশন জমা দেন মোটর ভ্যান ও টোটো চালকদের পক্ষ থেকে। তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় টোটো ও মোটর ভ্যান ইউনিয়নের পক্ষ থেকে।