শহরে মহিলাদের সুরক্ষায় তৎপর কলকাতা পুলিশ, শহরের রাস্তায় এবার 'শের'!

author-image
Harmeet
New Update
শহরে মহিলাদের সুরক্ষায় তৎপর কলকাতা পুলিশ, শহরের রাস্তায় এবার 'শের'!

নিজস্ব সংবাদদাতাঃ শহরে মহিলাদের সুরক্ষায় তৎপর কলকাতা পুলিশ । আলিপুর চিড়িয়াখানার সামনে চালু হল সুপার কিয়স্ক। পোশাকি নাম 'শের'। এই কিয়স্কের একটি বুথে থাকবেন পুলিশকর্মীরা। বিপদে পড়লে তাঁদের কাছে অভিযোগ জানাতে পারবেন মহিলারা। আবার যদি চান, তাহলে ওই কিয়স্কেরই নির্দিষ্ট বুথে ঢুকে সরাসরি যোগাযোগ করতে পারবেন লালবাজারের কন্ট্রোলরুমেও। ঠিক কী ধরনের বিপদে পড়েছেন, সেটাও ভিডিও কলের মাধ্যমে কন্ট্রোলরুমের আধিকারিকদের জানাতে পারবেন অভিযোগকারী। এদিন আলিপুর চিড়িয়াখানার সামনের রাস্তা মহিলাদের জন্য একটি সুপার কিয়স্কের উদ্বোধন করলেন কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মেঘারিয়া। তিনি জানিয়েছেন, 'মহিলা বা যেকোনও নাগরিক এই কিয়স্কে আসতে পারেন। কিয়স্ক কলকাতা পুলিশের একজন অপারেটর থাকবে। এখান থেকে আলিপুর থানা বা লালবাজারে সরাসরি ভিডিও কল বা মেসেজেও অভিযোগ জানানো যাবে'। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।