নিজস্ব সংবাদদাতাঃ কোনও সম্পর্কের মাঝে শারীরীক মিলন না থাকাটা একটা সময়ের পর বিরক্তির সৃষ্টি করে। অনেকেই তাকে হয়তো যৌন চাহিদ বলে ভূল করে বসেন। এটির প্রয়োজন আনে মনকে স্থির করার জন্যও। শারীরীক সম্পর্ক হলে পার্টনারের সঙ্গে কমিউনিকশন ও বন্ডিং আরও ভালো ও মধুর হয়। তবে তা নিয়ে খুলে কথা বলা প্রয়োজন। কাটাতে হবে জড়তা।