নিজস্ব সংবাদদাতাঃ সদ্য অধিনায়কত্ব হারা হয়েছেন বিরাট কোহলি। সেই নিয়ে বিতর্কের অবসান এখনও হচ্ছে না। এবারে বিরাট সম্পর্কে বি অরুণ বলেন, "এই ধরনের সিদ্ধান্ত এক জন ক্রিকেটারকে দুমড়ে দিতে পারে। কিন্তু বিরাটের মতো শক্তিশালী মন আমি খুব কম দেখেছি। ভেঙে পড়ার কোনও সম্ভাবনা দেখছি না, বরং আমার মনে হয়, আরও তেড়েফুড়ে ওঠা বিরাটকেই দেখা যাবে।"