নিজস্ব সংবাদদাতাঃ স্বপ্ন দোষ অনেক সময় স্বাভাবিক জিনিস যদি এটা মাসে দুএকবার হয়। এটা সাধারণত যারা অবিবাহিত বা বিবাহিত যারা স্ত্রীর নিকট থেকে অনেক দূরে আছে দীর্ঘদিন মিলন করতে পারছে না অর্থাৎ স্বাভাবিকভাবে বীর্যস্খলন না হলে সেটা ঘুমের মধ্যে বের হয়ে যায়!! এটাকে তখনই রোগ বলা হয় যখন অতিরিক্ত পরিমানে হয় যা পুরুষের শারীরিক মানসিক সমস্যা দেখা দেয় যেমন শারীরিক ভাবে দূর্বল লাগা,ধাতু রোগ,স্মরন শক্তি কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, বুক ধরফর করা, অরুচি ইত্যাদি মানসিক সমস্যার মধ্যে মেজাজ খিটখিটে, ডিপ্রেশন, হতাশা,ভালো না লাগা ইত্যাদি সমস্যা হয়।