দিল্লি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
দেশের জন্য যা কিছু প্রয়োজন, তা করতে হবে, কি বললেন?
‘কাশ্মীর পাকিস্তানের বলেও তারা এই ঘটনার প্রতিবাদ করেনি’, মার্কিন প্রতিনিধির নজরেও ধরা পড়ল আসল বিষয়
'আজকের পর থেকে আপনাকে আর নেতা মানতে পারবো না', দিলীপকে কটাক্ষ তরুণজ্যোতি তিওয়ারির
BREAKING : দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ ! 'পার্টি এনডোর্স করে না' সাফ জানালেন সুকান্ত-শমীক
জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে এবার চরমতম বক্তব্য বিজেপি নেতার- জানুন একবার
অমিত শাহের কথা বলা হতেই বেরিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী- রাতের বড় খবর
BREAKING : পাক অধিকৃত কাশ্মীরে (POK) যাবতীয় বিমান চলাচল বাতিল ! ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান
সব অন্ধকার- আসাদুদ্দিন ওয়াইসি

নারীবিদ্বেষের অভিযোগ! বিতর্কিত অংশ সরানোর সিদ্ধান্ত নিল সিবিএসই

author-image
Harmeet
New Update
নারীবিদ্বেষের অভিযোগ! বিতর্কিত অংশ সরানোর সিদ্ধান্ত নিল সিবিএসই

নিজস্ব সংবাদদাতাঃ সিবিএসই-র দশম শ্রেণির ইংরেজি পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার প্রশ্ন থেকে সেই বিতর্কিত অংশ সরানোর সিদ্ধান্ত নিল সিবিএসই। বিতর্কিত ওই প্রশ্নটি নারীবিদ্বেষী বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। আজ তা নিয়ে লোকসভাতেও হইচই হয়। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী নিজেও বিষয়টি নিয়ে সরব হন।সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, ওই প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবে। কিন্তু কী ছিল সেই প্রশ্নপত্র, যা নিয়ে এত বিতর্ক? ইংরেজি প্রশ্নপত্রে একটি অনুচ্ছেদ তুলে দিয়ে, তা থেকে প্রশ্ন করা হয়েছিল। আর সেই অনুচ্ছেদের একটি অংশ নিয়েই শুরু হয়েছিল জটিলতা। ওই প্রশ্নের একটি অংশ ছিল, স্ত্রীরা তাঁদের স্বামীর কথা শোনেন না। আর সেই কারণে শিশুরা এবং চাকররা নিয়মানুবর্তী হয় না। এই বিশেষ অংশটুকুকে ঘিরেই যাবতীয় বিতর্ক শুরু হয়।এরপর পরিস্থিতি সামাল দিতে সিবিএসইর তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, বোর্ডের সাবজেক্ট এক্সপার্ট কমিটির কাছে বিষয়টি জানানো হয়, পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ বিষয়টিকে বিতর্কিত বলে দাবি করছেন। বিষয়টি জানার পর সাবজেক্ট এক্সপার্ট কমিটি প্রশ্নটি বাদ দেওয়ার কথা বলে। সেই মতো প্রশ্নটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সিবিএসই বোর্ড। যাঁরা যাঁরা প্রশ্নটির উত্তর করেছিলেন, তাঁদের প্রত্যেককে প্রশ্নটির জন্য পূর্ণ নম্বর দেওয়া হবে।