নিজস্ব সংবাদদাতাঃ গত বৃহস্পতিবার গভীর রাতে লন্ডন থেকে দোহা হয়ে বিমানে কলকাতা ফেরেন এক তরুণী।টেস্টের রিপোর্ট পজিটিভ পাওয়া গেলে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয় তাঁকে। করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হতে পারেন তিনি এমনই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে মিলল স্বস্তি। সোমবার স্বাস্থ্য দফতরের পাওয়া রিপোর্টে জানা গেল, ওমিক্রন আক্রান্ত নন তিনি। বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষা করা হলে দেখা যায় তিনি কোভিড পজিটিভ, এই ঘটনায় স্বাস্থ্যমহলে উদ্বেগ ছড়ালেও কোভিডের নয়া স্ট্রেইন 'ওমিক্রণ' মেলেনি, তরুণী কোভিডের ডেল্টা প্লাস প্রজাতি দ্বারা সংক্রমিত।এই মুহূর্তে ওই তরুণী কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷