খাবারে মাদকদ্রব্য মিশিয়ে লুটপাট

author-image
Harmeet
New Update
খাবারে মাদকদ্রব্য মিশিয়ে লুটপাট

রাহুল পাসওয়ান, কুলটি : মাদকদ্রব্য খাবারে মিশিয়ে এক ভুয়ো তান্ত্রিক লুটপাট চললো একটি বাড়িতে। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর নূরনগর এলাকায় বাড়ির মালিক আফজল আনসারী দিন দশ পনেরো আগে বাড়িভাড়া দেন এক ভুয়ো তান্ত্রিককে। এরইপর বাড়ির মালিক ও পরিবারকে তন্ত্রমন্ত্র,সাধনার লোভ দেখিয়ে রবিবার রাত্রে তান্ত্রিকের তন্ত্রমন্ত্র কাজ করার নামে বাড়ির মালিক আফজল আনসারীর বাড়িতে আসেন ওই ভুয়ো তান্ত্রিক । এরই পর ওই তান্ত্রিকের খপ্পরে পড়ে যান বাড়ির মালিক আফজল আনসারী ও তার পরিবার। আর এই তন্ত্রমন্ত্র সাধনার নামে খাবারে মাদক দব্য মিশিয়ে ওই পরিবারের সবাই কে অজ্ঞান করে ওই ওই ভুয়ো তান্ত্রিক। তারপরই ওই ভুয়ো তান্ত্রিক বাড়িতে লুটপাট চালায় এবং এলাকা ছেড়ে পালায়। সোমবার সকালে পরিবারের লোকদের না দেখতে পেয়ে এলাকার মানুষরা আফজল আনসারীর বাড়িতে গিয়ে দেখে যে বাড়িতে আফজল সহ তার স্ত্রী ও ছেলে মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। এরপর স্থানীয় কংগ্রেস নেতা জাকির হোসেন ও সিপিএম নেতা জাভেদ আনসারী ও প্রতিবেশীদের সহযোগিতায় ওই পাঁচজন কে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে ঘটনার খবর দেওয়া হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।